ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রান আউট বিতর্ক তুঙ্গে


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২২

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচে লিটন দাসের রান আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ম্যাচের ৪০ ওভারের কোটায় উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে স্ট্যাম্পিং হলে টিভি আম্পায়ারকে ডাকা হয়। রিপ্লেতে দেখা যায় লিটনের পা ধোনির স্টাম্পিংয়ের আগেই দাগ ছুঁয়েছিল। খোদ ধারাভাষ্যকাররাই ‘বেনিফিট অব ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে বললেও থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার রড টাকার আউট দিয়ে দিয়েছেন লিটনকে। তার ইনিংসের পরিসমাপ্তি ঘটেছে ১২১ রানে।

ভাল শুরুর পর বাংলাদেশ যখন বেশ ক’টি উইকেট হারিয়ে ধুঁকছিল, সৌম্যের সঙ্গে তখন জুটি গড়ে তুলছিলেন লিটন। তখন কুলদীপ যাদবের করা ৪১তম ওভারের শেষ বল লিটনকে ফাঁকি দিয়ে ধোনির হাতে গেলে তিনি স্ট্যাম্প ছুঁয়ে দেন।

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। অনেকেই এ ঘটনাকে পক্ষপাত বলেও অভিযোগ করেছেন। 

বোলিং সাইটে বেনিফিট অব ডাউট পাওয়ার ঘটনা বোধহয় এটাই প্রথম! এই আম্পায়ার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেছিলেন। ওই রিপোর্টের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এর আগে বাংলাদেশ-ভারতের মধ্যে ম্যাচে বাজে আম্পায়ারিং আলোচনায় এসেছিল। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে একাধিক সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।

এসএ