ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মরুর বুকে আজ রচিত হোক নতুন ইতিহাস


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০

ছবি সংগৃহীত

তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। এর আগে দুইবার ফাইনালে উঠলেও স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। এবার মরুর বুকে নতুন ইতিহাস লিখতে চান মাশরাফিরা। সে পথে বাধা ভারত। শিরোপার লড়াইয়ে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে 'পূর্ণশক্তির' একাদশ নিয়েই নামছে টিম ইন্ডিয়া। এ মহারণে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চায় দুই দলই। তবে মাশরাফিদের বিশ্বাস দেশের ১৬ কোটি মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিতে পারবেন।

অতীতে হয়নি বলে এবারও হবে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতবেন টাইগাররা। আজ সেদিকেই মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

২০১৬ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে দ্বিতীয়বারের মতো স্বপ্নভঙ্গ হয়েছিল টাইগারদের। এবারও প্রতিপক্ষ হিসেবে সেই ভারতকেই পেয়েছে লাল-সবুজরা। ৫০ ওভারের ক্রিকেট হওয়ায় আত্মবিশ্বাসী মাশরাফিরা। সুপার ফোরে আফগানিস্তানের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও দারুণ জয় তুলে নেওয়ায় টাইগারদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ। তাদের সমীহ করছেন মাশরাফি-মুশফিকরা।

পাশাপাশি এ-ও বলছেন, নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। এশিয়া কাপের গত তিন আসরের মধ্যে দুবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে কখনই শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি। ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে

হেরে কেঁদেছিলেন মুশফিক-সাকিবরা। ২০১৬ সালে ভারতের কাছে হার ৮ উইকেটে। অবশ্য গত আসর অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার ওয়ানডে। ভারতকে হারিয়ে আজ মধুর ‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যই থাকবে টাইগারদের।