ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


টাইগারদের যে কৌশলে ধরা খেল পাকিস্তান


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৯

ছবি সংগৃহীত

এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতে নতুন কৌশল অবলম্বন করেছিল টাইগাররা। মাশরাফিদের ওই কৌশলের কাছেই ধরা খেল পাকিস্তান।

বুধবার আবিুধাবিতে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রানেই থেমে থাকতে হয় সরফরাজদের। ফলে ৩৭ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। এই জয় পেতে নতুন কৌশল অবলম্বন করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, আমরা কিছু পরিবর্তন এনেছিলাম। সাধাণত আমি নিজেই বোলিং উদ্বোধন করি। কিন্তু এ দিন আমরা শুরু করি মিরাজকে দিয়ে। তাতেই ফল পাওয়া যায় হাতে হাতে। বোলাররা খুব ভালো কাজ করেছে। বিপর্যয়কর মুহূর্তে মুশফিক ও মিঠুন হাল ধরে দলকে লড়াই করার মতো অবস্থানে এনে দিয়েছিলেন। আমরা আমাদের ফিল্ডিং নিয়েও গর্বিত। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি।

আরকেএইচ