ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


তামিম-সৌম্যকে হারিয়ে চাপে টাইগাররা


২৯ জুলাই ২০১৯ ০২:১৩

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ রবিবার মাঠে নেমেছে বাংলাদেশ। কলোম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। আজ টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের নামের সাথে সুবিচার করতে পারেননি দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ৩১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ দল। প্রথমে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। তিনি করেন ১১ রান। দলের রান তখন ২৬ । এরপর সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ৩১ রানের মাথায় ৩১ বলে ১৯ রান করে আউট হন তিনি।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুরের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে শফিউল ইসলাকে। দ্বিতীয় ম্যাচে রুবেল হোসেন পড়েছেন । তার জায়গায় দলে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ওই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ ২২৩ রানে।