ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


মালিঙ্গার তাণ্ডবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


২৭ জুলাই ২০১৯ ০৭:৩১

লাসিথ মালিঙ্গার গতিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ দল। শ্রীলংকান এ পেসারের গতির মুখে পড়ে উইকেটে রীতিমতো আসা যাওয়া শুরু হয়েছে টাইগার ব্যাটসম্যানদের। ৩১৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানে তামিম, মিঠুন, সৌম্য, মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে তামিমের দল।

শ্রীলংকার বিপক্ষে ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই আউট হন অধিনায়ক তামিম। ইনিংসের প্রথম ওভারে মালিঙ্গার বোলিংয়ের সামনে বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে খুব নার্ভাসই মনে হয়েছে।

তামিম ওভারের পঞ্চম বলটি কোনো রকমে ঠেকাতে চেষ্টা করেন। কিন্তু মালিঙ্গার করা বলটি তামিমের ব্যাটের ফাঁক গলে লেগ স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন তামিম।

দলীয় ৭.৩ ওভারে ৩০ রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুন। প্রস্তুতি ম্যাচে ৯১ রান করা এ উইকেটেকিপার ব্যাটসম্যান ২১ বলে ১০ রানে ফেরেন।

এরপর মালিঙ্গার বলে স্ট্যাম্প উড়ে যায় সৌম্য সরকারের। ২২ বলে ১৫ রান করেন তিনি। ৩০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। লাহিরু কুমারার বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছাকাছি ক্যাচে পরিণত হন রিয়াদ। তার বিদায়ে ১১.৫ ওভারে ৩৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ দল।