ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


রোডসকে নো বলার কারণে


২৫ জুলাই ২০১৯ ১৯:৪১

ছবি সংগৃহিত

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর বাংলাদেশের ক্রিকেটকে ঠিক অন্ধকার ঘিরে না ধরলেও একটা ঝড় তো অনুমিত ছিলই। বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোচের বিদায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সেই এশিয়া কাপের ফাইনাল থেকে দেখছি, আমরা সবাই এক রকম ভাবি, তিনি করেন অন্য রকম। বিভিন্ন জিনিসে পরিবর্তন আনা হয়েছে। হতেই পারে। কিন্তু সবার সঙ্গে আলোচনার তো করা যায়। নিউজিল্যান্ড সফর, এমন কি বিশ্বকাপের সময়ও ক্রিকেটাররা এসে বলেছে, যে কোচের সঙ্গে তাদেরও কোনো কথা তেমন হয় না।

তিনি আরও জানান, শুধু টিম মিটিংয়ে খেলার আগের দিন কোচ এসে উপস্থিত হয়। কোনো কৌশল নিয়েও আলাপ হয় না, বা কিছুই না। সে শুধু দলের সঙ্গে থাকে। আমাকে ক্রিকেটাররা এটা বলেছে। আমি ওদের থেকে শুনেই সবাইকে জানিয়েছি। আমার মনে হয়েছে, তার সঙ্গে আমাদের মেলে না। সে যেহেতু চলে গেছে এটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না।