ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মোস্তাফিজের বউভাত আজ


১৩ জুলাই ২০১৯ ১৯:০৫

ছবি সংগৃহিত

কাটার মাস্টার নামে খ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বউভাত অনুষ্ঠান শনিবার। নববধূর আগমন উপলক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজুর রহমানের বাড়িতে চলছে সাজসাজ রব। বাড়ির সামনে সাজানো হয়েছে সুউচ্চ গেট। আলো ঝলমলে গেট শোভা পাচ্ছে নান্দনিক রূপে।

চলতি বছরের ২২ মার্চ আপন মামাতো বোন সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে হয় মোস্তাফিজের। জানা যায়, সেমিফাইনালের আশা নিয়ে ইংল্যান্ডে গেলেও সেই আশা পূরণ করতে পারেনি টায়গাররা। ভালো-মন্দ দুই মিলিয়েই বিশ্বকাপ আসর শেষ করেছে টাইগাররা।

এর মধ্যে কাটার মাস্টার মোস্তাফিজ আছেন কিছুটা ফুরফুরে মেজাজে। ৮ ম্যাচে ২০ উইকেট শিকার করে রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায়। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ঐতিহাসিক লর্ডসে অনার্স বোর্ডে নিজের নামও লিখিয়েছেন এ কাটার মাস্টার। ৭ জুলাই রবিবার টিম বাংলাদেশ বিশ্বকাপ সফর শেষে দেশে ফিরলেও সাতক্ষীরা এক্সপ্রেস মোস্তাফিজ গ্রামের বাড়িতে আসেন ১০ জুলাই।

মোস্তাফিজের বড়ো ভাই মাহফুজার রহমান মিঠু বলেন, নিউজিল্যান্ডের ঐ ঘটনার পর বাড়িতে এসেও মোস্তাফিজের মন অনেক খারাপ ছিল। সে কারণেই হঠাৎ বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বকাপ ছিল বিধায় ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল। সামনে আবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আছে। সেজন্য বউভাত দ্রুত করতে হচ্ছে। গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বউভাত। তিনি আরো বলেন, মাশরাফিসহ জাতীয় দলের সব ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেক ক্রিকেটার এখন ইংল্যান্ডে আছেন। তাদের অনুষ্ঠানে হয়তো এক/দুই জন ক্রিকেটার অংশগ্রহণ করতে পারেন।