ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কোয়াবের প্রতিষ্ঠাতা সহসভাপতি কবির উদ্দীন আর নেই


৫ জুন ২০১৯ ১০:৫০

নতুনসময় ছবি

কোয়াবের প্রতিষ্ঠাতা সহসভাপতি কবির উদ্দীন আর নেই মঙ্গলবার রাত ২টায় ইস্কাটন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর সত্ত্বাধিকারী,কোয়াব এর প্রতিষ্ঠাতা সহসভাপতি কবিরউদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন------।

মরহুমের জানাজা নামাজ বাদ এশা ইস্কাটন গার্ডেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। কোয়াবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।’

তার মৃত্যূতে নতুনসময় টেলিভিশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

নতুনসময়/আল-এম