ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ঈদে বিআরটিসির দেড় শতাধিক বাস


১০ মে ২০১৯ ২১:৪০

সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি। এবার বিআরটিসির বহরে যুক্ত হবে নতুন কেনা দেড় শতাধিক বাস। এ ছাড়া কোথাও যানজট কিংবা পরিবহন সংকট দেখা দিলে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় বিআরটিসির অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর সড়ক-মহাসড়ক অপেক্ষাকৃত ভালো। তাই এবার ঘরে ফেরা মানুষের যাতায়াত অধিকতর স্বস্তিদায়ক হবে। ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারও এবারও ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি। এবার বিআরটিসির বহরে যুক্ত হবে নতুন কেনা দেড় শতাধিক বাস।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা।'

নতুনসময়/আল-এম,