ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


হজের পর এবার শুরু হচ্ছে ওমরাহ


৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩১

আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে চলতি বছরের ওমরাহ কার্যক্রম। সৌদিতে গতবছরের মত এ বছরে ১০ লাখেরও বেশি ওমরাহ পালনকারীদের সমাগম ঘটবে বলে আশা করছে দেশটির সরকার। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ওমরাহ করতে মক্কায় যাত্রীরা আসতে শুরু করেছে।

এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. আবদুল ফাত্তাহ সুলেমান মাসহাত বলেন, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হচ্ছে।

গত বছর অক্টোবরের শেষ সপ্তাহে ওমরাহ মৌসুম শুরু হয়, শেষ হয় জুলাইয়ে। এ মৌসুমে বিভিন্ন দেশে ২৩ লাখ ৭০ হাজার মানুষ হজ করেছে।

সৌদি সরকার আগামী ২০৩০ সালের মধ্যে ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দিতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২২ সালের মধ্যে ১ কোটি ৫০ লাখ মানুষ হজে আসবে বলে আশা করছে সরকার।

 

এমএ