ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


কিড্ডি কিংডম পার্কে জেএসসি পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা


৬ নভেম্বর ২০১৮ ০০:৫৯

নেত্রকোনা জেলা সদরের একমাত্র বিনোদন পার্ক কিড্ডি কিংডমে জেএসসি পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার ঘোষণা দেয়া হয়েছে।
 
জেলার প্রথম দশজন পরীক্ষার্থীদেরকে বিশেষ কার্ডের মাধ্যমে সারাবছর বিনামুল্যে পার্কে ঘুরাসহ সব রাইড চড়ার সুবিধা দেয়া হবে। এছাড়াও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি শ্রেণীর প্রথম তিনজন ও শেষের তিনজনকে এ বিশেষ কার্ড দেয়া হবে।
 
বিষয়টি নিশ্চিত করে পার্কটির কর্ণধার সোয়েব তানভীর হিমেল জানান, আমি চাই শিশু কিশোররা এই পার্কের সৃষ্টিশীল বিষয়গুলো দেখে তাদের মাঝেও সৃষ্টিশীলতার বীজ বপণ করুক।
 
এমএ