ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


'ফুটবলের পিকাসো' রবার্টসন আর নেই


২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৪৫

সংগৃহীত

নটিংহ্যাম ফরেস্টের সর্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য জন রবার্টসন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে ৭২ বছর বয়সে এই স্কটিশ উইঙ্গারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার মৃত্যুর খবর জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

 

রবার্টসনের খেলায় মুগ্ধ হয়ে প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ তার নাম দিয়েছিলেন পিকাসো। পরবর্তীতে 'ফুটবলের পিকাসো' নামেই পরিচিতি পান তিনি।

 

১৯৮০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে হামবুর্গের বিপক্ষে রবার্টসনের একমাত্র গোলেই ইউরোপসেরার মুকুট ধরে রাখে নটিংহ্যাম। আগের বছরের ফাইনাল জয়েও ভূমিকা ছিল তার।

 

জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটে রবার্টসনের। ২৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর নাম লেখান কোচিংয়ে।