ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


অনেক ‘বড় স্বপ্ন’ দেখছেন মিথুন


১৬ অক্টোবর ২০১৮ ০৫:২৯

এশিয়া কাপে এক অন্যরকম মিথুন আলীকে দেখেছে সবাই। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে দলের দুঃসময়ে দলের হাল ধরেছেন তিনি। মুশফিক ও তার জুটি দুটি বাংলাদেশকে বাঁচিয়েছে বড় অঘটন থেকে। আর এই পারফর্ম্যান্সের যোগ্য পুরষ্কারটাই পেয়েছেন। প্রথমবারের মতো টানা দুই সিরিজে দলে জায়গা পেলেন তিনি। আগের মিথুনের সাথে এখনকার মিথুনের অনেক পার্থক্য আছে।

আগের মিথুন খেলার সময় এই ভয়ে থাকতো যে খারাপ খেললে পরে আবার দল থেকে বাদ পড়বেন। এখনের মিঠুনের এরকম ভয় নেই। আগের থেকে অনেক আত্নবিশ্বাসী মিঠুন। মিঠুন অবশ্য আত্নবিশ্বাসের পরিবর্তন ছাড়া তেমন কোনো পার্থক্য নিজের মাঝে দেখেন না, ‘পরিবর্তন আসলে ওই রকম কিছু নয়। আগের মতোই আছি। কেবল আত্মবিশ্বাসটাই বেড়েছে।’

আবার জড়তার প্রসঙ্গে বলেন, ‘আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবারও দলের বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব।’

এশিয়া কাপ যেমন মিথুনের আত্নবিশ্বাস বাড়িয়েছে, তেমনি বাড়িয়েছে তার স্বপ্নের ক্ষেত্র। দুর্দান্ত ফর্মে থাকা মিথুন যদি তার ফর্মটা ধরে রাখেন, তবে বিশ্বকাপের স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি হবে না। অবশ্য এখনি বিশ্বকাপের স্বপ্ন দেখছেন না মিথুন। তিনি ধাপে ধাপে এগিয়ে পরেই বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে চান, ‘আমি আসলে ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করি। একটা সিরিজ শেষ হয়েছে। আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি।

বিশ্বকাপের এখনো অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভালো করতে থাকি, তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবারই থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার। তবে তার আগে অনেকগুলো ধাপ পার করতে হবে।’

এমএ