ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে জেমসের কনসার্ট পণ্ড
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তির সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় বহিরাগতদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এক পর্যায়ে কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন। অনুষ্ঠানটিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমসের গান পরিবেশনের কথা ছিল।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা থেকে অনুষ্ঠানের শেষ দিনের সাংস্কৃতিক পর্ব চলাকালীন এ ঘটনা ঘটে এবং রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, স্কুলটির ১৮৫ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী জমকালো আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এই পর্বে রাত ১০টার দিকে মঞ্চে এসে গান পরিবেশনের কথা ছিল কণ্ঠশিল্পী নগর বাউল জেমসের। এমন খবরে দূরদূরান্ত থেকে মাইক্রোবাসযোগে অনুষ্ঠানস্থলে আসেন অনেকে। তবে অনুষ্ঠানটি উন্মুক্ত না থাকায় বহিরাগতরা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বহিরাগতদের ছোড়া ইটপাটকেলে অনেকে আহত হন। এক পর্যায়ে বহিরাগত কয়েকজন সীমানাপ্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের বেধড়ক মারধর করে। পরে অনবরত ইটপাটকেল ছুড়তে থাকে বহিরাগতরা। এ সময় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তা সহিংসতায় রূপ নেয় এবং শিক্ষার্থীদের জোটবদ্ধ ধাওয়ায় পালিয়ে যায় হামলাকারীরা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাত ৯টায় র্যাফেল ড্র অনুষ্ঠান চলাকালীন বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অনেকে আহত হয়েছেন। তবে এ ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করেন অনেকে।
আনিসুর রহমান সজল নামে সাবেক এক শিক্ষার্থী বলেন, আমরা আনন্দঘন পরিবেশে ছিলাম এবং প্রায় সাড়ে ৪ হাজার রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেমস আসার কথা শুনে বহিরাগতরা এসে এ হামলা চালায়। অন্ততপক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে, মনিটর ভেঙে ফেলা হয়েছে। আমরা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে থাকি, কিন্তু হামলাকারীরা থামেনি। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ নীরব ভূমিকায় ছিল।
এদিকে পরিস্থিতি উত্তপ্তের মাঝে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম এ ঘোষণা দেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। পুলিশ কাজ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।
