ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা, প্রতিবাদে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ


৩০ জানুয়ারী ২০২৫ ১২:০১

সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদ এবং গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি হলপাড়া দিয়ে মুহসিন হল-ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ছাত্রলীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দেন।

 

মিছিল শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অভ্যুত্থানের পর ছয় মাস পার হয়ে গেছে। এতদিনে গণহত্যাকারীদের সবার জেলে থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখছি, তারা এখন প্রকাশ্যে জ্বালাও পোড়াওয়ের কর্মসূচি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, একটা রাজনৈতিক দল যারা মাত্র ছয় মাস আগে দেশে গণহত্যা চালিয়েছে তারা কীভাবে এখনও রাজপথের কর্মসূচি দেওয়ার সাহস পায়?

 

এসময় শিক্ষার্থীরা অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। সরকার আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে সক্ষম না হলে ছাত্র-জনতাই সে দায়িত্ব হাতে তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।