ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের


২৩ জানুয়ারী ২০২৫ ১৫:৩০

সংগৃহীত

অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।

 

সিবিএস নিউজকে ওই কর্মকর্তা বলেছেন, এক হাজার সেনা সদস্য এবং পাঁচশ নৌ-বাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে স্থানান্তরিত করা হবে।

 

 

তারা সেখানে 'সীমান্ত মিশন' নিয়ে কাজ করবে। তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা।

 

 

দুটি সি- ১৭ এবং দুটি সি-১৩০ বিমান, হেলিকপ্টারসহ এ সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে।

 

ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসেস বলেছেন, পাঁচ হাজারেরও বেশি 'অবৈধ অভিবাসী'দের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পনেরশ’ অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এ তথ্য জানান তিনি। যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন লেভিট।

 

 

তিনি বলেন, "আমেরিকান জনগণ এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে, যাতে আমাদের প্রতিরক্ষা বিভাগ প্রকৃতপক্ষে দেশের নিরাপত্তাকে গুরুত্বের সাথে নেয়।”

 

 

তিনি বলেন, এটি আমেরিকান জনগণের এক নম্বর অগ্রাধিকার এবং প্রেসিডেন্ট ইতোমধ্যেই সেই লক্ষ্যে কাজ করছেন।

 

লেভিট আরও জানান ট্রাম্পও যুক্তরাষ্ট্র থেকে "অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে" অগ্রাধিকার দিচ্ছেন। "তোমাদের দেশে ফিরিয়ে নেয়া হবে, গ্রেপ্তার করা হবে, তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে, এসো না" বলেন লেভিট।

 

অবৈধ অভিবাসন রোধে হাউসে ২৬৩-১৫৬ ভোটে 'লেকেন রাইলি' আইনের একটি সংশোধিত সংস্করণ পাস হয়েছে। সোমবার শপথ নেয়ার পর আইন সভায় প্রথম জয় এটি প্রেসিডেন্ট ট্রাম্পের।

 

 

যেহেতু এটি ইতোমধ্যেই সিনেটে পাস হয়েছে, তাই বিলটি এখন আইনে পরিণত হওয়ার জন্য তার ডেস্কে স্বাক্ষরের জন্য যাবে। অনিবন্ধিত একজন অভিবাসীর হাতে নিহত এক মহিলার নামে নামকরণ করা হয়েছে এই বিলটির।

 

 

বিলটিতে কর্মকর্তাদের সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত, গ্রেফতার বা দোষী সাব্যস্ত করা হয়েছে এমন অনিবন্ধিত অভিবাসীদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে।