ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নাটোরে ট্রাকচাপায় নিহতরা ৩ জন দশম শ্রেণীর শিক্ষার্থী


২১ জানুয়ারী ২০২৫ ১৪:৪৯

ফাইল ফটো

নাটোরের লালপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-কদমচিলান গ্রামীণ সড়কের শেকচিলান  এলাকায় এই মমার্ন্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন-উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদার ছেলে শ্রাবন মজুমদার (১৬), রতন মজুমদার ছেলে স্বপ্ন মজুমদার(১৬) এবং সিংড়া এলাকার বিষ্ণু সরকারের ছেল বিধান সরকার (১৬)। তারা সকলেই দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ওয়ালিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মোটর সাইকেলের সাথে সেকচিলান এলাকায় বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহি ঘটনাস্থলেই মারা যায় বলে জানান স্থানীয়রা। 

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

এদিকে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহতের ঘটনায় পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সড়ক দুর্ঘটনারোধে প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।