ঢাকা রবিবার, ২৯শে জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২


শেরপুর এ বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন টীম শেরপুর এর বন্যা দুর্গত এলাকায় প্রাণ বিতরণ কার্যক্রম


২৮ আগস্ট ২০২৪ ১৪:০২

ফাইল ফটো

শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন টিম শেরপুর এর উদ্যোগ এ বন্যা কবলিত এলাকায় সহায়তায় জন্য পৌঁছে ত্রাণ বিতরণ শুরু করেছেন, জানা যায় গত দুই দিন ধরে বন্যা কবলেতে এলাকায় খাদ্য, কাপড়, শিশুখাদ্য ঔষধপত্র সহ অন্যান্য সহযোগিতা করচছেন,, টিম শেরপুর ।


এসময় বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন টিম শেরপুর, রাহাত, জিতু, রিদম নিলয় সহ আরো অন্যান্য উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিম জানিয়েছেন এই কার্যকার্যক্রম চলমান থাকবে।