ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী'র সাথে "গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবার"এর সৌজন্য সাক্ষাৎ


৫ মার্চ ২০২৪ ২২:৩৩

সংগৃহিত

নতুন মেয়াদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া মন্ত্রী আকম মোজাম্মেল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবার ট্রাস্ট।

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ফুলের শুভেচ্ছা জানান গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবার ট্রাস্টের সভাপতি মহিম মিজান, সাধারণ সম্পাদক পার্থ সনজয়, ট্রাস্টি মাহমুদা মৌমিতা, সারওয়ার, মাহফুজ অপু।

সাক্ষাতে ফের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবার ট্রাস্টের সদস্যরা। আলাপে, মন্ত্রী আকম মোজাম্মেল হক গণমাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবার ট্রাস্টের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।