ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


বেইলি রোডে আগুন: কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩


১ মার্চ ২০২৪ ২১:৩৬

সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টসহ ছয় তলা ভবনে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে কাচ্চি ভাই এর ম্যানাজার চায়ের চুমুকের দুই মালিক রয়েছেন।

আটককৃতরা হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চায়ের চুমুকের মালিক আনোয়ারুল হক শাকিল আহমেদ রিমন।

শুক্রবার ( মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) . . মহিদ উদ্দিন।

বেইলি রোডের ঘটনায় সার্বিক পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল মহানগর পুলিশ।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে . . মহিদ উদ্দিন বলেন, ভবন মালিক থেকে শুরু করে আগুনের ঘটনায় যাদের দায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।

ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন। এই ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


রাজধানী, বেইলি রোড, কাচ্চি ভাই, পুলিশ, আটক, ডিএমপি, মহানগর