ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


নতুন মন্ত্রীদের শপথ আজ


১ মার্চ ২০২৪ ১২:০২

প্রতিকি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর দ্বিতীয় দফায় আজ শুক্রবার শপথ নিবেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। নতুন করে কারা যুক্ত হচ্ছেন, সে তথ্য এখনও জানা যায়নি।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, আকার কেমন হচ্ছে এ বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি। শপথের জন্য কাউকে ফোন দেওয়া হয়েছে কি-না এমন প্রশ্নেরও জবাব পাওয়া যায়নি।’