ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশের পেছনে ভারতের অবদান অনস্বীকার্য : পররাষ্ট্রমন্ত্রী


৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৫

সংগৃহিত

ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ; যা কখনোই ভোলার নয়। বাংলাদেশের পেছনে ভারতের অবদান অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ার) ভারতের নয়াদিল্লির বিবেকানন্দ ফাউন্ডেশনে সুশীল সমাজের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, পাকিস্তানের টকশোতে আজ দেখা যায় তারা বাংলাদেশ হতে চায়। গত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এর পেছনে ভারতের অবদান আছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ; যা কখনোই ভোলার নয়। বাংলাদেশের পেছনে ভারতের অবদান অস্বীকার করা যাবে না।

টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়ার বিষয়টিকে খুব ছোট ইস্যু বলে মনে করছেন । তিনি বলেন, বর্ডার কিংবা মেরিটাইম ইস্যুর সামনে এটি কিছুই না। টাঙ্গাইল শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।

টাঙ্গাইলের শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্ডার ইস্যু- মেরিটাইম ইস্যুর সামনে টাঙ্গাইলের শাড়ির ইস্যুটি বেশ ছোট। বড় বড় সমস্যার সমাধান করতে পেরেছি আমরা। টাঙ্গাইলের শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।