ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


‘পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ’


২৪ মে ২০২৩ ২০:৫৩

‌‌পরিষদের সক্ষমতা আছে বলেই বাংলাদেশকে আইএমএফ‌ ঋণ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ মে) কাতারে ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বানও জানান সরকারপ্রধান।

তিনি বলেন, জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ভোট দেওয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না হলে থাকব না।