ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


জাপান গেলেন স্পিকার


২৩ মে ২০২৩ ২৩:১২

রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

দেশটির স্পিকারের আমন্ত্রণে তিনি মঙ্গলবার দুপুর দেড়টায় জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সফরকালে হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউজ অব কাউন্সিলরস অব জাপান এর প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাক্ষাতের কথা রয়েছে।

জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।