পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে : বাণিজ্যমন্ত্রী

ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (২০ মে) রংপুরে দু’দিনের সফরের দ্বিতীয় দিনে রংপুর নগরীর শালবন সেন্ট্রাল রোডে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ফের পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জেনেছি। ঢাকা গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আর দুই থেকে এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে বলেও জানান তিনি।