ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বিএসটিআইয়ের অনুমোদনহীন হেলমেট পড়ে মোটর সাইকেল চালানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


১৮ মে ২০২৩ ০৩:৫৯

বিএসটিআইয়ের অনুমোদনহীন হেলমেট পরে মোটর সাইকেল চালানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান হেলমেট তৈরি ও বিক্রি করলে তাদের বিএসটিআইয়ের অনুমোদন নিতে হবে। মানহীন হেলমেটের কারণে সড়কে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। এ জন্য বিএসটিআইয়ের স্পেসিফিকেশন অনুযায়ী হেলমেট বিক্রি করতে হবে।

এছাড়াও, বৈঠকে টার্মিনাল ছাড়া কোনো পরিবহণ থেকে সার্ভিস চার্জ আদায় না করার সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও জোর দেয়া হয়।