ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব


১৭ মে ২০২৩ ২২:৪৭

বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তলবি নোটিশে জাহাঙ্গীর আলমকে আগামী ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবরের এক নোটিশে তাকে তলব করা হয়।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছে।