আতিকুল ইসলামকে সংবর্ধনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন।
গতকাল শনিবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।
আতিকুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৭৯ ব্যাচ এর এক্স-ক্যাডেট ছিলেন।
দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রেশন করে সাবেক ক্যাডেট সদস্যরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। পরে ক্যাডেটরা তাদের পরিচয় দিয়ে বর্তমান কর্মস্থল বিষয়ে জানান। অনুষ্ঠানের সাবেক ক্যাডেট ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হানিফুর রহমান। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক ক্যাডেট সদস্য অংশ নেন।