জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে মানুষের ঢল
-2023-05-13-15-35-34.jpg)
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেতে শনিবার (১৩ মে) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান।
জেলা প্রশাসক বলেন, সকাল থেকে আমরা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছি। উপকূলের মানুষ আসতে শুরু করেছেন। এখন পর্যন্ত ৩২ হাজার মানুষ এসেছেন। আরও অনেকেই আসবেন। তবে কত লোক আসবে সেটা ঠিক বলা যাচ্ছে না।
এর আগে, গতকাল শুক্রবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে থেমে থেমে রাত ১টা পর্যন্ত চলে। আজ শনিবার সকাল থেকে মোখার প্রভাবে আবারও থেমে থেমে বৃষ্টি ও ধমকা হাওয়া চলছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নেওয়া একজন বলেন, আমাদের ঘরগুলো সাগরতীরে। যেকোনো সময় ডুবে যেতে পারে। তাই প্রাণ বাঁচাতে আগে থেকেই চলে এসেছি। আল্লাহ জানে এই ঘূর্ণিঝড়ের পরিণতি কী হয়। আল্লাহ আমাদের রক্ষা করুক।