ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


আজমত উল্লার ব্যাখ্যায় সন্তুষ্ট ইসি


৮ মে ২০২৩ ০২:৫১

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গাজীপুর সিটির মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খানের ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় পরবর্তীতে আচরণবিধির বিষয়ে সজাগ থাকার প্রতিশ্রুতিও দেন নৌকার প্রার্থী।

রোববার (৭ মে) ইসির সভা কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন আজমত উল্লা। শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের কাছে ইসির মনোভাব তুলে ধরেন।

ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নিজের অবস্থান ইসিকে জানিয়েছি। জ্ঞাতসারে কোনো ভুল করিনি। পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছি ইসিকে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, আজমত উল্লা দুঃখ প্রকাশ করেছেন। কমিশন এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।