জাতীয় সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে জাতীয় সংসদে ‘ঈদ পুনর্মিলনী-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (৬ মে) রাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আয়োজিত এই ঈদ পুনর্মিলনীতে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে অংশ নেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামসহ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এবং বাপ্পা মজুমদারসহ অন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পিকার এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সব অতিথিদের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।