ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্মিলিত পেশাজীবী পরিষদের


৩০ মার্চ ২০২৩ ২২:১৮

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের, পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

বৃহস্পতিবার পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।

বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সরকারকে নিপীড়নের পথ পরিত্যাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ারও দাবি জানানো হয়।

আইকে