ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


‘বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনার বিষয়ে আশাবাদী ইসি’


৩০ মার্চ ২০২৩ ০৩:২৭

বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনার বিষয়ে নির্বাচন কমিশন আশাবাদী বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর।

এ সময় তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই আলোচনার আহ্বান জানিয়েছে ইসি।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নির্বাচন কমিশনে এসব কথা জানান তিনি।

কমিশনার বলেন, সব দল অংশ নিলে উৎসবমূখর ভোটের পরিবেশ তৈরি হয়। তাতে অনিয়মের মাত্রা কমে আসে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন এই নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (২৩ মার্চ) বিএনপিকে আলোচনার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। তবে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি।

এর তিনদিন পরই প্রধান নির্বাচন কমিশনার কাজী কাবিবুল আউয়াল বলেন, সংলাপ নয় অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন তারা।

আইকে