ভারত মহাসাগরীয় অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণায় সাব-কমিশনের প্রস্তাব

ভারত মহাসাগীয় অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে একটি সাব-কমিশনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাব পাস হলে বাংলাদেশসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণায় উন্নয়ন হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম সভার উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়াসহ ১৮ টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। তিন দিনব্যাপী এই সভা আগামী ৩০ মার্চ শেষ হবে।
আইকে