ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ইফতার শেষে ইমামতি করলেন জিএম কাদের


২৮ মার্চ ২০২৩ ০৩:০৬

একটি অনুষ্ঠানে গিয়ে ইফতার শেষে মাগরিবের নামাজে ইমামতি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার(২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী জানান, আজ সোমবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ইফতার ও ডিনার আয়োজন ছিল। সেখানে ইফতার শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাগরিবের নামাজ আদায় করেন। আর নামাজের ইমামতি করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, জহির উদ্দিন জহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইকে