ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী


২৩ মার্চ ২০২৩ ০০:৪২

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তামাক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কার্যকরভাবে কর বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার কমানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শিশু দিবস উদযাপন এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহনে ধূমপান ও তামাকবিরোধী শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ নেয় ৫ শতাধিক শিশুকিশোর।

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান শারিতা মিল্লাত সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মো.নুরুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্যোবাকো ফ্রি কিডস-এর উপদেষ্টা মো. আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

আইকে