ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


২৮টি গুমের অভিযোগ খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


২১ মার্চ ২০২৩ ০৭:২২

গুমের ২৮টি অভিযোগ সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (২০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, সরকারের কাছে জাতিসংঘের দেওয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে। এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।

এ সময় জাতিসংঘের করা ‘গুমের’ তালিকার বিষয়ে নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিভিল সোসাইটির একশ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়। আমরা বারবার অধিকারকে (মানবাধিকার সংস্থা) ভুক্তভোগীদের বিস্তারিত বিবরণ জানাতে বলেছি, কিন্তু তারা তা দেয়নি। কেউ কি আমাকে ভুক্তভোগীদের তালিকা দিতে পারবেন?’

দেশের ২০টি মানবাধিকার সংস্থার যৌথ প্ল্যাটফর্ম মানবাধিকার ফোরাম বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। মতবিনিময় সভায় প্রতিবেদনটির খসড়া উপস্থাপন করা হয়।

এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫৬ জন ‘গুমের’ শিকার হয়েছেন।

আইকে