ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


পরিকল্পিত ঢাকা নির্মাণে সবার দায়িত্ববোধ জরুরি : তাজুল ইসলাম


২১ মার্চ ২০২৩ ০৬:৫৭

একটি পরিকল্পিত ঢাকা শহর নির্মাণের জন্য সবার দায়িত্ববোধ ও সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার (২০ মার্চ) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘ঢাকা নগরীর সবুজ এলাকা এবং এর রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল একটি শহর। প্রতিদিন যে সংখ্যক মানুষ ঢাকায় ঢুকছে তাতে খোলা জায়গা, খেলার মাঠ বা সবুজ এলাকা রক্ষা করা সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িঁয়েছে। এজন্য জনবহুল ঢাকার উপর আগে চাপ কমাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা যার যার দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

আইকে