দেশে ফিরেই নব-নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আহমেদ শরীফের সাক্ষাৎ

নিউইয়র্ক থেকে দেশে ফিরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। এ সময় নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এই অভিনেতা।
নব-নির্বাচিত রাষ্ট্রপতির প্রসংশা করে আহমেদ শরীফ বলেন, ‘যিনি (মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত বিনয়ী ভালো মানুষ। আমার বিশ্বাস, তিনি এ দেশকে একজন সত্যিকারের অভিভাবকের মতই দেখভাল করবেন। তার মধ্যে সেই গুণাবলী রয়েছে, যা সকলেই অবগত আছেন।’
প্রসঙ্গত, পাবনার সন্তান সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
এছাড়াও ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আইকে