ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


দেশে ফিরেই নব-নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আহমেদ শরীফের সাক্ষাৎ


২১ মার্চ ২০২৩ ০৬:৫০

নিউইয়র্ক থেকে দেশে ফিরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। এ সময় নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এই অভিনেতা।

নব-নির্বাচিত রাষ্ট্রপতির প্রসংশা করে আহমেদ শরীফ বলেন, ‘যিনি (মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত বিনয়ী ভালো মানুষ। আমার বিশ্বাস, তিনি এ দেশকে একজন সত্যিকারের অভিভাবকের মতই দেখভাল করবেন। তার মধ্যে সেই গুণাবলী রয়েছে, যা সকলেই অবগত আছেন।’

প্রসঙ্গত, পাবনার সন্তান সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

এছাড়াও ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আইকে