ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


‘বীরত্ব’ দেখিয়ে পদক পেল র‍্যাবের কুকুর ‘চিতা’


২০ মার্চ ২০২৩ ২০:৪৫

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করার বীরত্বপূর্ণ কাজে পদক পেয়েছে র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’।

দেশে এই প্রথম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের কোনো কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেল।

সোমবার (২০ মার্চ) র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেয় ‘চিতা’। এসময় দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুকুরটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। বিশেষ অতিথি রয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কামরুল হাসান ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

প্রসঙ্গত, গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

আইকে