পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইনোভেশন ল্যাব ও নিউরাল নেটওয়ার্ক উদ্বোধন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইনোভেশন ল্যাব ও ইনোভেশন চ্যালেঞ্জ ফান্ড এবং প্রস্তাবিত শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক কেন্দ্রিক অগ্রযাত্রার উদ্বোধন করা হয়েছে।
রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলিয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি এবং আইসিটি অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন।
এ সময় পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে জনসেবা প্রদানের লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন। ইনোভেশন ল্যাব এবং এআই চ্যালেঞ্জ ফান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সক্ষমতাকে শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ বিশ্বের প্রযুক্তি-সক্ষমতার সাথে সরাসরি সংযুক্ত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিদেশস্থ ৮১টি বাংলাদেশ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
আইকে