ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার খুঁজতে বললেন প্রধানমন্ত্রী


২০ মার্চ ২০২৩ ২০:১৬

দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্য বহুমুখীকরণ এবং নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, রপ্তানি পণ্যের বহুমুখী করা এটা একান্তভাবে প্রয়োজন এবং নতুন নতুন বাজার খুঁজতে হবে।

সোমবার (২০ মার্চ) গণভবনে রপ্তানিসংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় পণ্য রপ্তানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘পণ্য বহুমুখীকরণ, কোন দেশে কোনটি প্রয়োজন আমরা সেটা উৎপাদন করব এবং রপ্তানি করব।’

এ ছাড়া অনেক দেশ আমাদের কাছ থেকে খাদ্যপণ্যও নিতে চাচ্ছে। তাই খাদ্য পণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে এবং এর চাহিদাও বাড়ছে।

আইকে