ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত


২০ মার্চ ২০২৩ ০৫:৫৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের দুটি শুভেচ্ছাপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন তিনি।

সাক্ষাতকালে এ সফর দু’দেশের পারস্পরিক বিভিন্নমুখী দ্বিপাক্ষিক সংযুক্তির ক্ষেত্রে অভিনব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে জানান রাষ্ট্রপতি।

এছাড়া বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক বলেও এ সময় উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান।

এ সময় সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আছেন প্রায় ২.৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি। তারা বেশ পরিশ্রমী, দক্ষ এবং আন্তরিক। তারা সৌদি আরব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আইকে