ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ


১৯ মার্চ ২০২৩ ১৮:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের ক্রস পার্টির সংসদীয় একটি প্রতিনিধি দল।

শনিবার (১৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।

প্রতিনিধি দলে ছিলেন- জেন হান্ট, পল ব্রিস্টো, এন্টনি হিগিনবোথাম, পলেট হ্যামিল্টন এবং টম হান্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।

আইকে