ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের আহ্বান রাষ্ট্রপতির


১৬ মার্চ ২০২৩ ০৬:২২

বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বুধবার (১৫ মার্চ) বঙ্গভবনে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি উপাচার্যগণকে বঙ্গভবনে স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপাচার্যরা রাষ্ট্রপতিকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানান এবং সার্বিক বিষয়ে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ করেন। কর্মসংস্থানভিত্তিক ও জীবনমুখী শিক্ষা পাঠ্যক্রম পরিচালনার জন্য উপাচার্যদের অনুরোধও করেন তিনি।

উপাচার্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন আহমদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আইকে