ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


অবশেষে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দিলেন জমির উদ্দিন সরকার


১৫ মার্চ ২০২৩ ০৩:৫৪

আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

মঙ্গলবার (১৪ মার্চ) সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় এ টাকা চালানের মাধ্যমে জমা দেন তিনি।

জমির উদ্দিন সরকারের আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রথমে জরিমানা খাতে আমাদের টাকা জমা দিতে বলা হলেও পরে তা সংশোধন করে অন্যান্য আদায় খাত করা হয়। আমরা আজ রাষ্ট্রীয় কোষাগারে অন্যান্য আদায় খাতে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জমা দিয়েছি।

জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে আত্মসাৎ করার অভিযোগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেন দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন।

একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগও করা হয়।

আইকে