সেতুমন্ত্রীর বোনের বাসায় ককটেল হামলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার বোন তাহেরা বেগমের (৬৯) বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার রাত ১২টা ২০ মিনিটে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডের তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেন মন্ত্রীর ভাগনে হুমায়ুন রশিদ মিরাজ।
খবর পেয়ে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাস্থল পরিদর্শন করে বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
তাহেরা বেগমের অভিযোগ করেন, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।
সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাসার ভেতরে তিনি, তার মা ও তার স্ত্রী ছিলেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে মির্জা কাদেরের অনুসারী তাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে বিষয়টি দেখে এসেছেন। হামলাকারীরা বাড়ির পেছনের দিক দিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করার জন্য ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এর আগে গত ১৬ এপ্রিল রাতে ওবায়দুল কাদেরের নিজ বাড়ির দরজায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করে।