ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


নরসিংদী পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র বাচ্চু


১৯ এপ্রিল ২০২১ ০১:৪৫

ছবি- সংগৃহিত

বহু নাটকীয়তা চ্যালেঞ্জ আর আইনি বাধা পেরিয়ে নরসিংদী পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন নব-নির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু। দায়িত্ব পেয়ে পৌরসভা কার্যালয়ে বসার প্রথম দিনেই নানা শ্রেণী-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অপ্রত্যাশিতভাবে নরসিংদী পৌরসভার মেয়রের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব এখন তার কাধে। মেয়র পদে নির্বাচন করা চিন্তা ভাবনায় না থাকলেও শৈশব থেকেই সামাজিক, সাংগঠনিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার কাজকের্ম জড়িত ছিলেন তিনি।

পঞ্চম শ্রেণীতে লেখাপড়ার সময় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের মাধ্যমে সাংগঠনিক ও সামাজিক কাজে হাতেখড়ি। এরপর প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যুবলীগ সর্বশেষ নরসিংদী শহর আওয়ামী লীগের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন। নরসিংদীর জনপ্রিয় প্রয়াত মেয়র লোকমান হোসেন, সদ্য সাবেক মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল এর দায়িত্ব পালনের সময় ছিলেন অন্যতম সহযোগী ব্যাক্তি। পাট ব্যবসায়ী পিতার সন্তান পেশায় প্রথম শ্রেণীর ঠিকাদার আমজাদ হোসেন বাচ্চু নরসিংদী পৌরসভা ও মেয়রের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ব্যাক্তি হলেও নিজেই মেয়র হবেন তা কখনও ভাবেননি। সেই আমজাদ হোসেন বাচ্চু আজ নরসিংদী পৌরসভার মেয়র পদে পূর্ন দায়িত্ব গ্রহণ করলেন। লোকমান পরিবারের সাথে নিবিড় সম্পর্ক, সাবেক মেয়র কামরুজ্জমান কামরুলের বিশ্বস্তার পুরুস্কার পেলেন সদালাপি আমজাদ হোসেন বাচ্চু। নরসিংদী পৌরসভার মেয়রের বিশাল দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। বিগত দিনের উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রেখে নরসিংদী কে একটি বাসযোগ্য আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চান তিনি। আজ পৌর কার্যালয়ে নিজ দফতরে বসার পর একান্ত সাক্ষাৎকারে নিজের এই মতামত ব্যাক্ত করেন তিনি।

মেয়র আমজাদ হোসেন বাচ্চু ১৯৭৬ সালে ৫ম শ্রেণীতে পড়ার সময় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে যোগদান করেন। এরপর কলেজ জীবনে যুক্ত হন প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে। ৮০’র দশকের দিকে ছাত্রলীগের রাজনৈতিক সভা,সমাবেশ ও মিছিলে নিয়মিত অংশগ্রহণ করেন। এরপর নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সম্মেলনের মাধ্যমে ২০০৪ সালে নরসিংদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ২০১১ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের অনুষ্ঠিত সম্মেলনে পুনরায় সাধারন সম্পাদ পদে নির্বাচিত হয়ে এই দায়িত্ব এখনও পালন করছেন। রাজনৈতিক অঙ্গণ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধূলার সাথে জড়িত রয়েছেন সব সময়। তিনি নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচিত সাধারন সম্পাদক, ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করেছেন নরসিংদীর ঐতিহ্যমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান সাটির পাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য হিসেবে। শিউলিবাগ বিদ্যাপিঠ, ইউএমসি দারুস সালাত দাখিল মাদ্রাসা ও জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে সকল শ্রেনী পেশার মানুষ কে সাথে নিয়ে নরসিংদী পৌর পিতার দায়িত্ব পালন করতে চান তিনি। প্রয়াত মেয়র জনবন্ধু লোকমান হোসেন ও সদ্য সাবেক মানবিক মেয়র কামরুজ্জামান কামরুলের দেখানো পথেই পৌরসভাকে পরিচালিত করবেন বলে জানিয়েছেন। শহরে সুন্দর পরিবেশ সৃষ্টি, সার্বিক উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায় রাখা ও পৌর বাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিবেন। সর্বপোরী পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখে সকলের আশার প্রতিফলন ঘটাবেন বলেই আশাবাদ ব্যাক্ত করেন।

আজ নরসিংদী পৌরসভা কার্যালয়ে বসার পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশিল সমাজের ব্যাক্তিগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বহু নাটকীয়তা ও চ্যালেঞ্জর পর মেয়র হিসেবে নরসিংদীর পৌরসভার দায়িত্ব পেলেন তিনি। নরসিংদী পৌরবাসীকে মেয়র আমজাদ হোসেন বাচ্চু কি ধরনের সেবা দিবেন সেই অপেক্ষায় এখন নরসিংদী বাসী।