ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


জ্বরে ভুগছেন খালেদা জিয়া: চিকিৎসক


১৮ এপ্রিল ২০২১ ১৬:৫০

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৭ এপ্রিল) রাতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

চিকিৎসক বলেন, ‘খালেদা জিয়া ১০২ ডিগ্রি জ্বরে ভুগেছিলেন। তবে সার্বিকভাবে তার শারীরিক যে অবস্থা, তাতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। বাসায় তার চিকিৎসা চলবে। সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। ১৫ এপ্রিল চিকিৎসকরা তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট বেশ ভালো। ফুসফুসে সংক্রমণের মাত্রাও কম। আরও কিছুদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।