ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


রাতে খালেদা জিয়াকে দেখবে মেডিক্যাল টিম


১৮ এপ্রিল ২০২১ ০৩:২২

রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, কোভিড-১৯-এ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে শনিবার রাত ৯টার পর তার বাসভবন ফিরোজায় যাবেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিম। সেখানে তারা ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক দল গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসন ছাড়া আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও সেখানে চলছে।

শরীরের সার্বিক অবস্থা জানতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়। পরে তাকে আবার গুলশানের বাসায় ফিরিয়ে আনা হয়।